1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লায় ডি‌বির পৃথক অ‌ভিযা‌নে ইয়াবা ফে‌ন্সি‌ডিল আটক ৩ আমদানি-রপ্তানি বন্ধ করলে ক্ষতিগ্রস্ত হবে ভারত – এম সাখাওয়াত হোসেন দে‌শের প্রয়োজ‌নে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে কাজ কর‌বে – সেনাপ্রধান কু‌মিল্লায় সাংবা‌দিক‌দের সা‌থে পু‌লিশ সুপা‌রের মত‌বি‌নিময় নারায়নগন্জ মহানগর বিএনপির র‍্যালিতে কৃষক দলের অংশগ্রহন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগ‌ঞ্জে বিএন‌পির র‍্যালি গোপালগ‌ঞ্জে দিনমুজুর‌কে হত্যা মামলায় গ্রেফতার, নবজাতক দুই বোন নিয়ে দিশেহারা ছোট ভাই শ্রমিকদের বকেয়া পরিশোধ কর‌তে হ‌বে, না করলে প্রশাসক নিয়োগ হ‌বে- সাখাওয়াত বাংলাদেশ থেকে জাপানি সৈন্যদের দেহাবশেষ ফিরিয়ে নিবে আজারবাইজানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

বাংলা‌দেশ সেনাবা‌হিনীর প্রধান ও মেজর জেনা‌রেলগ‌ণের প‌রি‌চি‌তি ও কর্ম‌ক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৫৫১ বার পঠিত
সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আগামী ২৪ জুন (২০২১) বিকেল থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুযায়ী তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো।বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি। জেনারেল আজিজ আহমেদ আগামী ২৪ জুন অবসরে যাবেন।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লেফটেন্যান্ট জেনারেল শফিউদ্দিন উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি ১৯৯৩ থেকে ১৯৯৪ সালে মোজাম্বিকে ১৬ মাস শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন। এ ছাড়া ২০১৪-১৬ পর্যন্ত সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক-এ ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকালে অসামান্য কর্মদক্ষতা প্রদর্শনের জন্য এসআরএসজি কর্তৃক সাইটেশন প্রাপ্ত হোন।

সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, ১৯৬৩ সালের ৩১ ডিসেম্বর খুলনা শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর নবম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। ব্যক্তিগত জীবনে জেনারেল শফিউদ্দিন বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।

 

লেফটেন্যান্ট জেনারেল:

লেফটেন্যান্ট জেনারেল শফিকুর রহমান – সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। সেনা সদর দফতরে ডিরেক্টর অব মিলিটারি অপারেশনস (ডিএমও)। [২] – ১১ তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স – ৩১ ডিসেম্বর, ২০২১ সালে অবসরে যাবেন।
লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ – কোয়ার্টারমাস্টার জেনারেল ( কিউএমজি ), সেনা সদর দপ্তর (এএইচউকি), ঢাকা ক্যান্টনমেন্ট – ৯ম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স। (বর্তমান সেনা প্রধান )।
লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান জুয়েল – জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রাইন কমান্ড ( জিওসি এআরটিডিওসি ), ময়মনসিংহ ক্যান্টনমেন্ট [২]- ১৭তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স ।
(শূন্য পদ) – কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ( কমান্ড্যান্ট, এনডিসি ), মিরপুর ক্যান্টনমেন্ট [৩]

মেজর জেনারেলগ‌ণের প‌রি‌চি‌তি: ৫০ জন মেজর জেনা‌রেল:

মেজর জেনারেল হুমায়ূন কবির – অ্যাডজুটেন্ট জেনারেল (এজি),সেনাবাহিনী সদর দপ্তর (এএইচকিউ), ঢাকা সেনানিবাস।- ১৩ তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান – সামরিক সচিব (এমএস), সেনা সদর দপ্তর (এএইচউকি), ঢাকা ক্যান্টনমেন্ট – ১৩তম বিএমএ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল আশিকুজ্জামান – সিনিয়র ডিরেক্টরিং স্টাফ (আর্মি) -৩, ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিরপুর ক্যান্টনমেন্ট,[৪] ঢাকা – ১৮তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল সাইফুল আবেদীন – মহাপরিচালক, মহাপরিচালক মহাপরিচালক (ডিজি ডিজিএফআই), কাফরুল, ঢাকা জেলা[৪] – ১৫তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল টি এম জবায়ের – মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (ডিজি এনএসআই), ১ সেগুনবাগিচা, ঢাকা [৫] – ১৬তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল সাফিনুল ইসলাম – মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (ডিজি বিজিবি), ঢাকা [৬]- ১৪তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ (সুপারিশকৃত) – মহাপরিচালক, বাংলাদেশ আনসার, ঢাকা – ১১তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল মজিবুর রহমান – মহাপরিচালক, বিশেষ নিরাপত্তা বাহিনী (ডিজি এসএসএফ), প্রধানমন্ত্রীর কার্যালয় [৭] – ১৮তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল শফিউদ্দীন আহমেদ (সুপারিশকৃত) – এরিয়া কমান্ডার, লজিস্টিক্স এরিয়া, ঢাকা [৮] – ৯ম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল আলমগীর হোসেন – জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি এভিয়েশন, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা – ১৮তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল আকবর হোসেন – জিওসি ৯ম ইনফ্যান্ট্রি বিভাগ ও সাভার এলাকায় এলাকা অধিনায়ক, ঢাকা জেলা – ১৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল মোঃ উল্লাহ চৌধুরী – জিওসি ১০তম পদাতিক বিভাগ এবং কক্সবাজার এলাকার অধিনায়ক, কক্সবাজার জেলা- ১৭তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল মোঃ সাইফুল আলম – জিওসি ১১তম ইনফ্যান্ট্রি বিভাগ ও বগুড়া এলাকা এলাকার অধিনায়ক, বগুড়া জেলা- ১৪তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল মিজানুর রহমান শামীম– (জিওসি) ১৯তম ইনফ্যান্ট্রি বিভাগ ও ঘাটাইল এলাকা এলাকার অধিনায়ক, টাঙ্গাইল জেলা -১৭তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল জুবায়ের সালেহিন – জিওসি ১৭তম ইনফ্যান্ট্রি বিভাগ ও সিলেট অঞ্চলের এলাকা কমান্ডার, সিলেট জেলা- ১৯তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল এস এম মতিউর রহমান – জিওসি ২৪তম পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম চট্রগ্রাম এলাকার এরিয়া কমান্ডার, চট্টগ্রাম জেলা- ১৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল তাবরেজ শামস- জিওসি ৩৩তম পদাতিক ডিভিশন এবং কুমিল্লা এরিয়া, এরিয়া কমান্ডার, কুমিল্লা জেলা – ১৬তম বিএমএ লং কোর্স।
মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান – জিওসি ৫৫তম ইনফ্যান্ট্রি বিভাগ এবং জশোর এলাকার এরিয়া কমান্ডার, যশোর জেলা- ১১তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল নজরুল ইসলাম – জিওসি ৬৬তম পদাতিক বিভাগ এবং রংপুর এলাকা এলাকার অধিনায়ক, রংপুর জেলা – ১৭তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল রাশেদ আমিন -এনডিসি,পিএসসি, জিওসি ৭ম পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার,বরিশাল এরিয়া,শেখ হাসিনা সেনানিবাস,লেবুখালী,পটুয়াখালী।- ১৫তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল ইবনে ফজল শায়খুজ্জামান – চীফ ইন ইঞ্জিনিয়ার (ই ইন সি), বাংলাদেশ সেনাবাহিনী – ১৬তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল মো। আবু সাঈদ সিদ্দিক – অর্ডন্যান্সের মাস্টার জেনারেল (এমজিও), সেনা সদর দপ্তর, ঢাকা ক্যান্টনমেন্ট (এছাড়াও কর্নেল কমান্ড্যান্ট – অর্ডানেন্স কর্পস) – ১৫তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল শামীম উজ জামান – রাষ্ট্রপতির সামরিক সচিব (এমএসপি) এবং কমান্ডার, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট – ১১তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন (সুপারিশকৃত) – প্রধানমন্ত্রীর সামরিক সচিব (এমএসপিএম), প্রধানমন্ত্রীর কার্যালয় (এছাড়াও কর্নেল কমান্ড্যান্ট – সামরিক পুলিশ বাহিনী) – ২য় বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল মোঃ মাকসুদুর রহমান – মহাপরিচালক, মহাপরিচালক মহাপরিচালক (ডিজি ডিজিপিপি), ঢাকা। [৯]- ১৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল এনায়েত উল্লাহ – কমান্ড্যান্ট, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি), মিরপুর ক্যান্টনমেন্ট [১০]- ১২তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল আনওয়ারুল মোমেন – কমান্ড্যান্ট, বাংলাদেশ মিলিটারি একাডেমী (বিএমএ), ভাটিয়ারি, চট্টগ্রাম- ১২তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল সাজ্জাদুল হক (সুপারিশকৃত) – কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং (বিআইপিএসওট), রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট [১১] – ১০তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল শাকিল আহমেদ – কমান্ড্যান্ট, স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড টেকটিকস (এসআই অ্যান্ড টি), জালালাবাদ ক্যান্টনমেন্ট, সিলেট – ১৮তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল মাসুদ রাজ্জাক (সুপারসেড) – সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি -১), ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিরপুর ক্যান্টনমেন্ট – ১১তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল মোঃ মোশফিকুর রহমান – সিনিয়র ডিরেক্টরিং স্টাফ (আর্মি -২), ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিরপুর ক্যান্টনমেন্ট – ১৫তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল ডঃ মুন্সী মোঃ মজিবুর রহমান (এএমসি) – মহাপরিচালক, মহাপরিচালক জেনারেল মেডিকেল সার্ভিস (ডিজি ডিজিএমএস), ঢাকা ক্যান্টনমেন্ট (এছাড়াও কর্নেল কমান্ড্যান্ট – আর্মি মেডিকেল কর্পস)।
মেজর জেনারেল ডাঃ মোঃ আজিজুল ইসলাম (এএমসি)-কনসালট্যান্ট ফিজিশিয়ান জেনারেল, মেডিকেল সার্ভিসেসের মহাপরিচালক (সিপিজি ডিজিএমএস), ঢাকা ক্যান্টনমেন্ট
মেজর জেনারেল ডাঃ মাহবুবুর রহমান (এএমসি) – কনসালটেন্ট সার্জন জেনারেল, মেডিকেল সার্ভিসেসের মহাপরিচালক (সিএসজি ডিজিএমএস), ঢাকা ক্যান্টনমেন্ট।
মেজর জেনারেল ডঃ গোলাম মহিউদ্দিন চৌধুরী (এডিসি) – ডেন্টাল সার্জন জেনারেল, মেডিকেল সার্ভিসেসের মহাপরিচালক (ডিএসজি ডিজিএমএস), ঢাকা ক্যান্টনমেন্ট (এছাড়াও কর্নেল কমান্ড্যান্ট – আর্মি ডেন্টাল কর্পস)
মেজর জেনারেল মোঃ ফশিউর রহমান (এএমসি) – কমান্ড্যান্ট, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি), ঢাকা ক্যান্টনমেন্ট।
মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান- (এএমসি) ডিরেক্টরেট জেনারেল, জেনারেল অব ড্রাগ এডমিনিস্ট্রেশন (ডিজিডিএ)। [১২]
মেজর জেনারেল ডাঃ সুসান গিতি এএমসি – কমান্ড্যান্ট, আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজি এন্ড ট্রান্সফিউশন (এএফআইপি), ঢাকা ক্যান্টনমেন্ট। [১৩]
মেজর জেনারেল সুলতানুজ্জামান মোঃ সালেহ উদ্দিন – ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ লিমিটেড) – ১৫তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন – কমান্ড্যান্ট, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিস, গাজীপুর জেলা – ১৬তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল মোঃ এমদাদ-উল-বারী – উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা – ১৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল এ কে এম আব্দুর রহমান (সুপারিশকৃত) – মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস), ঢাকা – ৮ম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল ফিরোজ হাসান (সুপারিশকৃত) – চেয়ারম্যান, সেনা কল্যাণ সংস্থা, ঢাকা – ১১তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল সালাহউদ্দিন ইসলাম – এক্সিকিউটিভ চেয়ারম্যান, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), ঢাকা – ১৭তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল আবু সাঈদ মোঃ মাসুদ (সুপারিশকৃত) – নির্মাণ তত্ত্বাবধান কনসালটেন্ট সেল (সিএসসি), পদ্মা সেতু রেল লিংক প্রজেক্ট (পিবিআরএলপি), ১১ তম প্রধান সমন্বয়কারী (সিসিও)। বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল মো: জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান- চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ড (এছাড়াও কর্নেল কমান্ড্যান্ট – আর্মি সার্ভিস কর্পস এবং আরভিএফসি) – ১৫তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল শোহাইল হোসেন খান – মহাপরিচালক, ইমিগ্রেশন এবং পাসপোর্ট বিভাগ, (কর্নেল কমান্ড্যান্ট – ই এমই এর কর্পস) – ৭ম বিএমএ ডিএসসি কোর্স।
মেজর জেনারেল আজমল কবির (সুপারিশকৃত) – জাকার্তা রাষ্ট্রদূত, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী দূতাবাস – ৮ম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার (সুপারিশকৃত) – পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত – ১১তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল শাহেদুল হক – পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত – ১৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল মিজানুর রহমান খান – পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত – ১২তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল এ কে এম আব্দুল্লাহিল বাকি (সুপারিশকৃত) – আরসিডিএস সদস্য, রয়েল কলেজ অফ ডিফেন্স স্টাডিজ (আরসিডিএস), লন্ডন – ১০ম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার (সুপারিশকৃত) – রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমওএফএ – ৯ম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী – কলেজ সচিব, জাতীয় প্রতিরক্ষা কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা – ১৬ তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।সুত্র:উই‌কি‌পি‌ড়িয়া সাইট ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com