1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ২৫ জুন ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

করোনার ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ লেখা যাবে না- সোশ্যাল মিডিয়াকে ভারত সরকারের নির্দেশ

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ৪৮১ বার পঠিত

করোনাভাইরাসের (Covid-19) B.1.617 স্ট্রেইন মোটেই ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’নয়। করোনার অন্যতম ভয়ংকর এই স্ট্রেইনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়ানো হচ্ছে। আর তাই সমস্ত  সোশ্যাল  মিডিয়া প্ল্যাটফর্মের যে সমস্ত কনটেন্ট বা প্রতিবেদনে এই নয়া স্ট্রেইনকে ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে বা ডাকা হয়েছে বা উদ্ধৃত করা হয়েছে, সেগুলো অবিলম্বে সরিয়ে দিতে হবে।

শুক্রবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে একথা নিশ্চিত করে বলা হয়- শুক্রবার ভারতের কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, করোনার B.1.617 ভ্যারিয়েন্টকে কখনোই ভারতীয় ভ্যারিয়েন্ট আখ্যা দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। অথচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একাধিক পোস্টে বিশ্বের বিভিন্ন দেশে ভয়ানক হয়ে ওঠা B.1.617 ভ্যারিয়েন্টকে ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ বলা হয়েছে। একাধিক ভুয়া পোস্ট ছড়ানো হচ্ছে। অবিলম্বে সেই পোস্টগুলো মুছে ফেলতে হবে। এমনকি এই মর্মে বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই যত দ্রুত সম্ভব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে এই নির্দেশ মানতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com