ঢাকায় পাথর বোঝাই ট্রাক থেকে প্রায় ২ কোটি টাকা মরননেশা হেরোইন উদ্ধার করে র্যাব সদস্যরা। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, রাজশাহীর শ্রী উত্তম কুমার এক্কার (২৭) ও শ্রী কংশ এক্কার (২৬)।
র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, দেশের সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে পাথরবোঝাই করা ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে আনা হতো ঢাকায়। পরে ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করা হতো। এ অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীররাতে ধামরাই এলাকা থেকে পাথর বোঝাই ট্রাক থেকে ১ কেজি ৯৫৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে পাথরবোঝাই ট্রাকে বিশেষ কৌশলে ঝালাই করা গোপন চেম্বারের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য হেরোইন রাজধানীতে নিয়ে আসত। পরে রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করত তারা। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।