যারা প্রবাসে থাকেন তারাই বুঝেন প্রবাস জীবন কতটুকু সুখের হয়। প্রবাসে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন! আপনার রাগকে শক্তিতে রূপান্তরিত করে নিজের দক্ষতা বাড়ানোর কাজে ব্যবহার করুন, ইনশাআল্লাহ্ একদিন সফল হবেনই।
কখনও পরিবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করবেন না। যত রাগারাগি মান- অভিযান ঝগড়া বিবাদ হোক না কেন বেলা শেষে পৃথিবীতে আপনার আপন বলতে আপনার পরিবার ছাড়া আর কাউকে আপনার পাশে খুঁজে পাবেন না। এটাই চির সত্য।
যখন মাস শেষ হবে বেতনের টাকা থেকে একটি অংশ সঞ্চয় করুন। কারন দিন শেষে কেউ পাশে থাকবেনা এটাই স্বাভাবিক বিষয়। একটু একটু করে আপনার সঞ্চয় আপনার বিশাল সম্পদে রূপান্তরিত হবে। আপনার চোখের সামনে অন্যের বিপদ দেখে কখনও তাকে উপহাস করবেন না। যতটুকু সম্ভব হয় তার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। বিপদ সবার ক্ষেত্রে আসতে পারে আর বিপদ বলে আসবে না ! সকল প্রবাসী ভাইয়েরা দয়া করে প্রবাস জীবনে নিজের রাগকে নিয়ন্ত্রন করে সামনের দিকে এগিয়ে যান! আল্লাহর রহমতে সফলতার ছোঁয়া নিশ্চিত পাবেন।
সাজেদুল ইসলাম সজীব
প্রবাসী