1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লায় ডি‌বির পৃথক অ‌ভিযা‌নে ইয়াবা ফে‌ন্সি‌ডিল আটক ৩ আমদানি-রপ্তানি বন্ধ করলে ক্ষতিগ্রস্ত হবে ভারত – এম সাখাওয়াত হোসেন দে‌শের প্রয়োজ‌নে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে কাজ কর‌বে – সেনাপ্রধান কু‌মিল্লায় সাংবা‌দিক‌দের সা‌থে পু‌লিশ সুপা‌রের মত‌বি‌নিময় নারায়নগন্জ মহানগর বিএনপির র‍্যালিতে কৃষক দলের অংশগ্রহন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগ‌ঞ্জে বিএন‌পির র‍্যালি গোপালগ‌ঞ্জে দিনমুজুর‌কে হত্যা মামলায় গ্রেফতার, নবজাতক দুই বোন নিয়ে দিশেহারা ছোট ভাই শ্রমিকদের বকেয়া পরিশোধ কর‌তে হ‌বে, না করলে প্রশাসক নিয়োগ হ‌বে- সাখাওয়াত বাংলাদেশ থেকে জাপানি সৈন্যদের দেহাবশেষ ফিরিয়ে নিবে আজারবাইজানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

করোনায় আক্রান্ত ঋতুপর্ণা যা বললেন

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ২৯৬ বার পঠিত
korana

ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত করোনায় আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুর থেকে তিনি টুইটারে করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানান। গত সোমবার রাতে দেওয়া পোস্টে তিনি করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানান। আজ বুধবার বিকেলে  কথা হয় ভারতের বাংলা ছবির এই অভিনেত্রীর সঙ্গে। তিনি জানালেন, চিন্তার কোনো কারণ নেই। আমি এখন মোটামুটি ভালো আছি। সিঙ্গাপুরে আছি। চিকিৎসকের কাছ থেকে সিগন্যাল পেলে তবেই কলকাতায় ফিরব। তবে কবে কখন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন, সে ব্যাপারে কিছুই জানাননি।

মার্চে উত্তম কুমারের বায়োপিক ‘অচেনা উত্তম’–এর শুটিং শুরু হওয়ার কথা। এতে সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে আপাতত এই ছবির শুটিং থেকে বিরতি নিতে হচ্ছে তাঁকে।

ঋতুপর্ণা সেনগুপ্ত  বলেন, ‘আমি করোনায় আক্রান্ত হলেও সে রকম কোনো উপসর্গ নেই। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি, যা যা নিয়ম, তাই মানছি। সিঙ্গাপুরে আমি হোম কোয়ারেন্টিনে আছি। তবে সবাই জানাতে চাই, করোনার সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। আপনারা সবাই সাবধানে থাকবেন। আমার পরিবারের সবাই সুস্থ আছে। এই সময়টায় সবাই আমার জন্য প্রার্থনা করবেন, শুভেচ্ছায় রাখবেন।

গত বছর লকডাউনের আগে স্বামী সঞ্জয় চট্টোপাধ্যায়ের কর্মস্থল সিঙ্গাপুর যান সপরিবার। এরপর লকডাউন শুরু হলে তিনি আটকা পড়েন সেখানে। কয়েক মাস আগেই কলকাতায় এসে কাজে ফেরেন। ফিরেই ‘সল্ট’ ছবির শুটিংয়ে অংশ নেন। ছবির শুটিংয়ে উত্তরাখন্ডেও যান তিনি। এরপর গত মাসে রঞ্জন ঘোষের নতুন ছবি ‘মহিষাসুর মর্দিনী’তে কাজ শুরু করেন। এই ছবিতে তাঁর সহশিল্পীরা হলেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাবে। এই ছবির গল্প নারীর ক্ষমতায়ন নিয়ে আবর্তিত হয়েছে। এই ছবির শুটিং করে ৭ মার্চ ফিরে যান সিঙ্গাপুরে। সেখানে ফিরে গিয়ে কোয়ারেন্টিনেও ছিলেন তিনি। এর মধ্যে জানতে পারেন তিনি কোভিড ১৯ পজিটিভ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com