একজন শুধু টাকার পেছনে ছুটতে ছুটতেই তার সারাটা জীবন শেষ করে ফেলেছে। এরপর আর তার কাছে সেই সময় টুকু নেই যেটুকু সময় দিয়ে সে এতো সুন্দর পৃথিবীটা নিজের মতো করে উপভোগ করতে পারে।
অপরজন পড়াশোনা করতে করতে জীবনের সব সময় শেষ করে এখন মনে হচ্ছে জীবনে অবশ্যই একটা লক্ষ্য থাকা দরকার কিন্তু সেই লক্ষ্য পূরন করতে গিয়ে যেনো বাইরের জগৎ থেকে নিজেকে হারিয়ে না ফেলতে হয়। কিন্তু শেষ সময়ে বুঝেও কোনো লাভ নেই। কারন সময় তার নিজ গতিতে চলে, সে কারো জন্য অপেক্ষা করে না।
একজনের জীবনে না আছে টাকা-পয়সা না আছে শিক্ষার আলো আর না আছে পৃথিবীর আলো-বাতাস। এরা হচ্ছে পৃথিবীর অলস মানুষ যাদের জীবনে কোনোটাই হয় না। আর এ কথা আমরা সবাই জানি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।
আরেকজন তার গোটা জীবনটায় সব কিছুর সাথে ব্যালেন্স করে চলেছে। যার জন্য সে তার জীবনে অর্থ-সামর্থ্য, শিক্ষা এবং বাইরের জগতের সব কিছুই উপভোগ করতে পেরেছে। জীবনে চলতে গেলে সব কিছুর সাথে ব্যালেন্স করে চলা শিখতে হয়। কারন জীবন একটাই। জীবনে টাকা-পয়সার সাথে সাথে যেমন জ্ঞানার্জন দরকার তেমনি এই সুন্দর পৃথিবীটাকে জানা, পৃথিবীর মানুষের সাথে নিজেকে উপভোগ করাও দরকার।জীবনের সবচেয়ে বড় পয়েন্টই হচ্ছে ব্যালেন্স করে চলা। এটাই মানুষকে তার সাফল্যে পৌঁছে দেয়।
লেখক: রোমানা সুলতানা
ফেসবুক টাইম লাইন থেকে নেওয়া