প্রশান্ত মহাসাগরে জাপানের সাবমেরিনের সঙ্গে একটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ হয়েছে। সাবমেরিনটি টোকিও প্রতিরক্ষার কাজে নিয়োজিত ছিল।সোমবার (৮ ফেব্রুয়ারি) মহাসাগরের পশ্চিমাঞ্চলীয় শিকোকু দ্বীপের কাছে এই সংঘর্ষ হয়। এতে তিনজন ক্রু সামান্য আহত হয়েছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ম্যারিটাইম সেল্ফ-ডিফেন্স ফোর্সের সাবমেরিন ভেসে উঠার সময় জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এই সাবমেরিনটি ৮৪ মিটার লম্বা। সংঘর্ষে সাবমেরিনটির অ্যান্টেনা ও উপরের কিছু অংশ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে।সরকারের এক শীর্ষ মুখপাত্র কাতসুনোবু কাতো জানান, স্থানীয় সময় ১০ টা ৫৮ মিনিটে শিকোকুর কেপ আশিজুরিতে সংঘর্ষটি ঘটে।