নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনে উৎসর্গ:
দেশনায়ক
ভারত স্বাধীনতার
কিংবদন্তি নেতা মহানায়ক তুমি
জীবন উৎসর্গ করে
দিয়ে গেছো দেশ মাতার তরেতে।
তোমার বীরত্বে তোজো
হিটলার একনায়কতন্ত্রীরা অবনত।
তুমি রবি ঠাকুরের
দেশনায়ক, তুমি ভারত কান্ডারি।
বীরত্বে মুগ্ধ করেছ
নেতা কবি সাহিত্যিক সারি সারি।
তোমার ফরওয়ার্ড
ব্লক দল পূর্ণ স্বাধীনতা খুঁজে
ব্রিটিশের রোষানলে
পড়লে স্বাধীনতার কথা বলে।
আপসহীন রণনীতিই
নেতাজির ভারতের ইতিহাস
মহাপরাক্রমশালী
বীর তুমি বল অমিত সাহসে।
“তোমরা আমাকে রক্ত
দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো”
ক্রমে তুমি হয়ে উঠো
ভারতবাসীর নয়নমণি নেতাজি
আজ একশ পঁচিশ
বছর মন পোড়ে তোমার তরে।
ভারত সূর্য সন্তান
পথের দিশারি ভুলি তা কেমনে
মৃত্যুদিনটা ইতিহাসে
ঠিক যে লিখা নাই, তুমি অমর!
বীরের তো মৃত্যু নাই
মহাবীর আজো সবে ভাবে আছো,
রবে অনাদিকাল
ভারতের শক্তির আঁধার রূপে।
বিনম্র শ্রদ্ধায় জাতি
অবনত তোমারই মহিমায়।
২৩ জানুয়ারি ২০২১
(অসমাপ্ত )
মাসুদা তোফা
সহযোগী অধ্যাপক