২০২০ সাল ছিল কালো অধ্যায়ের বছর, সারাবিশ্ব মনে রাখবে ২০২০ সালকে। করোনাভাইরাসের কারণে আতঙ্ক, উদ্বেগ এবং অনিশ্চয়তায় দুঃস্বপ্ন হয়ে থাকবে মানুষের স্মৃতির পাতায়। আজ পয়লা জানুয়ারি, খ্রিস্টীয় ২০২১ সালের প্রথম দিন। আরো একটি বছরকে পেছনে ফেলে কালের গর্ভে আশ্রয় নিয়েছে ২০২০ সাল। নতুন বছরের প্রথম দিনে আমরা বিগত বছরের প্রাপ্তি-অপ্রাপ্তি, সাফল্য-ব্যর্থতার হিসাব মেলাতে চেষ্টা করি। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে অগ্রগতির পথে ধাবিত হওয়ার জন্য এটা অপরিহার্য। ২০২০ সালের হিসাব-নিকাশ ও মূল্যায়নে আমরা বলতে পারি, শতাব্দীর ইতিহাসে এই বছরটি একটি মাইলফলক বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। নতুন বছর ২০২১-এ সব ভীতি কাটিয়ে জেগে ওঠুক বিশ্ব, মানুষ গাইবে জীবনের জয়গান এমন প্রত্যাশায় নাগরিক খবরের পাঠক, প্রতিনিধি, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।২০২১ সালকে আল্লাহ পাক মহামারি থেকে মুক্ত করুক। আমিন।