রাতের মহাসড়কে দুর্ঘটনা রুখতে এক অভিনব পন্থা অবলম্বন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। গাড়ি থেকে নামানো হচ্ছে চালক ও তার সহকারীকে। দেওয়া হচ্ছে চা, পান করছে চালক ।
শুরুতে অনেক ড্রাইভার ও সহকারীই পুলিশের ভয়ে নামতে চাইছেন না তবে পুলিশের হাতে কেটলিতে চা-কফি দেখে ভুল ভাঙছে তাদের। মহাসড়কে যানবাহনের চালকদের চোখের ঘুম তাড়াতেই এই অভিনব ব্যবস্থা নিয়েছে পুলিশ। গত ১ মাস ধরেই ঘুম ঘুম চোখে গাড়ি চালানো বন্ধে সচেতনতামূলক উদ্যোগ ‘রিফ্রেশমেন্ট কর্নার’ চালু করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। শুধু চা-বিস্কুট নয় রয়েছে হাত-মুখ ধোয়ার ব্যবস্থাও।