কুমিল্লা সংরাইশে চাচা ভাতিজা মিলে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ
কুমিল্লা মহানগরীর সংরাইশ এলাকার মৃত মমিন মিয়ার ছেলে মামুনুর রশিদ মামুন তার চাচা হালিমকে নিয়ে পিতা মৃত মমিন মিয়ার সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, সংরাইশ এলাকার মৃত মমিন মিয়ার পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে মামুনুর রশীদ মামুন তার চাচা হালিমকে নিয়ে যোগসাজসে মৃত মমিন মিয়ার বসত ভিটা ও রাজগঞ্জ বাজারের দোকান মামুন তার নিজ নামে দলিল সৃজন করে কোটি টাকার ব্যাংক লোন নেওয়ার তথ্য জানা যায়।
এ বিষয়ে মৃত মমিন মিয়ার অপর চার ছেলে মোশারফ, জসিম, জহির, নজরুল ও তাদের দুই বোন জানান, আমাদের পিতার পৈতৃক স্থাবর অস্থাবর সম্পত্তির কোন বন্টননামা করা হয়নি, আমাদের বড় ভাই মামুনুর রশিদ মামুন, চাচা হালিম একযোগ হয়ে সবার অজান্তেই বাড়িতে থাকা আমাদের বৃদ্ধা মাকে একপ্রকার জিম্মি করে কৌশলে বসতবাড়ী ও বাজারের দোকানঘর তার নামে লিখে নিয়ে মিথ্যা দলিল সৃজন করেন।যা সম্পুর্ন অবৈধ। কিছুদিন পুর্বে বাড়ীর এক লোকের মাধ্যমে ঘটনাটি প্রকাশ পায়। অবৈধ ভাবে সম্পত্তি আত্মসাতের ঘটনায় মমিন মিয়ার চার ছেলে ও দুই মেয়ে তাদের বড় ভাই মামুনের বিরুদ্ধে কোতয়ালী থানা পুলিশসহ ও বিজ্ঞ আদালতে মামলা করার জন্য প্রস্তুতি গ্রহন করছেন বলে জানা যায়।
(বিস্তারিত আসছে)