প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে ছাত্রদল নেতা ফরহাদ হোছাইনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৭ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম মহানগরের শাহ আমানত সেতুর টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফরহাদ হোছাইন কক্সবাজার জেলার পেকুয়া থানার বারাইয়াকাটা গ্রামের মৃত নুরুল হোছাইনের ছেলে। ফরহাদ পেকুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গত ১৬ জুলাই কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়নে বিএনপির এক সভায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন উপজেলা ছাত্রদল সভাপতি ফরহাদ। এ ঘটনায় ১৯ জুলাই পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলায় মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৫ জনকে আসামি করা হয়। ওই মামলায় ফরহাদ হোছাইনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ফরহাদকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।