রোববার প্রকাশিত নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সময়, ইচ্ছা এবং বিশ্বাস সম্পর্কে ৩টি বড় ভুল যুক্তরাষ্ট্রের নিরাপদে সেনা প্রত্যাহার পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ‘আমেরিকানরা ধারাবাহিকভাবে বিশ্বাস করত যে, তাদের কাছে সময়ের বিলাসিতা আছে। সামরিক কমান্ডাররা আফগান বাহিনীর যুদ্ধের ইচ্ছাকে অত্যধিক হিসেবে মূল্যায়ন করেছিলেন এবং প্রেসিডেন্ট আশরাফ গনির ওপর খুব বেশি বিশ্বাস রেখেছিলেন, যিনি কাবুল থেকে পালিয়েছেন।’ প্রথমত, পেন্টাগনের কর্মকর্তারা বলেছিলেন যে, তারা বাইডেনের ১১ সেপ্টেম্বরের সময়সীমার চেয়ে ২ মাস আগে ৪ জুলাইয়ের মধ্যে অবশিষ্ট ৩৫শ’ আমেরিকান সৈন্য প্রত্যাহার করতে পারেন। বাগরাম বিমান ঘাঁটি বন্দ করে দেয়া এ পরিকল্পনার অংশ ছিল। দ্বিতীয়ত, স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা বলেছিলেন যে, তারা আমেরিকান দূতাবাস খোলা রাখবেন, যেখানে ১৪শ’রও বেশি আমেরিকান ৬শ’ ৫০ মেরিন এবং সেনাদের দ্বারা সুরক্ষিত থাকবে।
তৃতীয়ত, জরুরি এক্সিট পরিকল্পনার বিষয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়েছিল, কিন্তু সেটি নিয়ে বলিষ্ঠ আলোচনা তো দূরের কথা, কেউ কল্পনাও করেনি যে, যদি তালেবানরা কাবুল বিমানবন্দরে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তাহলে যুক্তরাষ্ট্র কী করবে। টাইম ম্যাগাজিন মন্তব্য করেছে, ‘৪ মাস পর মি. বাইডেনের একটি ধারাবাহিক ভুল ধারণা এবং ব্যর্থ গণনার কারণে সুশৃঙ্খলভাবে আমেরিকান সৈন্য প্রত্যাহার করার পরিকল্পনাটি থুবড়ে পড়ে।’ সূত্র : ডন।