সৌদি আরবের ৮৪ বছর বয়সী বাদশাহ সালমান অসুস্থ হয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার এমন অসুস্থতার পর বিষেশজ্ঞরা বলছেন, তার ছেলে ক্রাউন প্রিন্স (বাদশাহর উত্তারাধিকার) মোহাম্মদ বিন সালমান আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই বাদশাহ সালমানের স্থলাভিষিক্ত হবেন।
উপসাগরীয় আরব দেশগুলো নিয়ে কাজ করা স্বাধীন গবেষক নাবিল নওয়ারাহ এশিয়া টাইমসকে বলেছেন, ‘চলতি বছরের শেষদিকে তিনি (যুবরাজ সালমান) ক্ষমতায় আরোহণ করবেন।’ কিছু সূত্রের বরাতে তিনি জানাচ্ছেন, বছরের শেষ নয় আসন্ন যে কোনো মাসেও তিনি ক্ষমতায় আসতে পারেন বলে ধারণা।
এশিয়ান নিউজ: