বহু দিন পর আজ ‘জরিনার’ সাথে কথা হলো,
কেমন আছো, কি করো এই সব জিজ্ঞাসা করলো।
মনে পড়ে জরিনা,
সেই যে কত রাত কথা বলতে বলতে ভোর হতো,
সন্ধ্যার কলিটা সকালে ফুটে উঠতো,
হাসনাহেনাগুলোও ঝরে যেতো,
বকুল তলায় বাচ্চাদের ফুল কুড়ানোর আওয়াজ শুনা যেতো,
শুক তারাটাও ভোরের আলোতে হারিয়ে যেতো।
জানো, আজ-ও মনে আশা জাগে, নতুন করে বাঁচবো বলে;
হয়তো প্রাণে নতুন সুর, দোলা দেয় বারে বারে,
তখন চাই যেতে ভুলে, পুরোনো ব্যথা নতুন সুখে।
ইচ্ছে করেই চেষ্টা করি, ভুলে যেতে অতীতটাকে,
যতই ভুলি, ততই সাজে হারানো সুর, সময়ে অসময়ে।
জানো জরিনা,
মাঝে মাঝে মনে হয়, আমার একটু আলো চাই,
যখন তোমায় আলো হাতে আসতে দেখি-
তখন বলি, আমি অন্ধকার ভালোবাসি।
আর যখন তুমি বলো, আমি মুক্ত পাখি!
তখন আমি বলি, আমি খাঁচায় বেশ আছি।
জরিনা, আমি যে মিথ্যে বলি;
মিথ্যেকে লয়ে, মিথ্যে ভালো থাকি।
তবে আর নয়, হউক না একটু আলোর খেলা,
আমি মাতবো নতুন কোনো আনন্দের মেলায়।।
কবি:
রুবায়েত হোসেন অনতু