কুমিল্লা সদর দক্ষিন মডেল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে থানা এলাকার বেলতলী বাজার থেকে ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করে। ধৃত ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, কার্টুস, তালা কাটার যন্ত্রপাতি উদ্ধারসহ একটি অটো রিকশা আটক করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে সদর দক্ষিন মডেল থানার এস.আই খালেকুজ্জামানের নেতুত্বে এএসআই জহির ফোর্স নিয়ে জেলার সদর দক্ষিণ উপজেলার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে বেলতলী বাজার থেকে ৬ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- জেলার লাকসামের শ্রীয়াং গ্রামের অহিদ, মনোহরগঞ্জের বড় কেশতলা গ্রামের হাবিবুর রহমান, দেবিদ্বারের গঙ্গামণ্ডল গ্রামের সোহাগ, সদর দক্ষিণের ঘোষগাঁও গ্রামের মহিবুল্লা আপন ও একই গ্রামের ইসমাঈল।
সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, উপজেলার বিজয়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বেলতলী কবরস্থান এলাকায় ১৫-১৬ জনের একদল ডাকাত বিভিন্ন স্থানে ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর আসে। গোপন সূত্রে এমন খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ
৫ জনকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের সঙ্গীয় আরোও এক সদস্যকে আটক করা হয়। গ্রেফতারকৃত ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ১৬ জনের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়।
এ জাতীয় আরো খবর..