1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
অডিও ফাঁস, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘বিভ্রান্তি’ আন্দোলনে নিহত-আহতদের তালিকা যাচাইয়ে কমিটি, আগামীকালের মধ্যে পাঠানোর নির্দেশ ডিএন রোড বাসি কোন পথে?? শ্রমিকদের স্হায়ি সমস্যা সমাধানে সর্বশক্তি প্রয়োগ করবো:প্রধান উপদেষ্টা কড়া হুশিয়ারি,স্বৈরাচার বিদায় হয়েছে, প্রেতাত্মারা এখনো ঘোরাফেরা করছে: তারেক রহমান গতকাল ১০ সেপ্টেম্বর খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ডাঃ সেলিনা আক্তারের ভূল চিকিৎসায় বন্দর থানার নবীগঞ্জ এলাকার আরমান(৩৮) নামে এক রোগী মারা যায়।এতে রোগীর স্বজনরা উত্তেজিত হলে স্থানীয় কাউন্সিলর শওকত হাসেম শকুর ভাগিনা তানহা এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে হুমকি প্রদান করলে জনতার নিকট আটক হয়ে প্রশ্নের সম্মুখীন হয়। টিপুকে হত্যার চেষ্টায় আশা-মকুল সহ ২০৩ জনের বিরুদ্ধে মামলা। রাজশাহী‌তে সা‌বেক ছাত্রলীগ নেতা‌কে পি‌টি‌য়ে হত্যা কু‌মিল্লার দাউদকান্দিতে প্রকা‌শ্যে যুবককে কুপি‌য়ে হত্যা- হাত কেটে নিয়ে যায় সন্ত্রসীরা এসএসসি পা‌শে বি‌জি‌বি‌তে চাকুরি

আমার দেখা শাহজালাল মজুমদার – এসএন ইউসুফ

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬০০ বার পঠিত

আমার_দেখা_জালাল_ভাই
আমাদের জনদরদী প্রিয় নেতা সাবেক সফল রেলপথ মন্ত্রী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মো: মুজিবুল হক এমপি’র হাতেগড়া অসংখ্য নেতা কর্মীর মাঝে আমার দেখা একজন পরিশ্রমী মেধাবী পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা শাহজালাল_মজুমদার।

আজ শ্রদ্ধেয় ভাইয়ের  শুভ_জন্মদিন

সমাজে তথা দেশে অসংখ্য রাজনৈতিক নেতা রয়েছে তবে খুব কমই আছে যারা তাদের যোগ্যতা দিয়ে মানুষকে কাছে নিয়ে মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছে।
অবিশ্বাস্য হলেও সত্য #শাহজালাল_মজুমদার আপদমস্তক পুরোটাই মানুষকে নিয়ে সমাজকে নিয়ে কাজ করা একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।

আমাদের প্রিয় নেতার স্নেহের পরশ পেয়ে তিল তিল করে প্রিয় নেতার আর্দশ‌্য লালন করে উনার মতো #শাহজালাল_মজুমদারেরও প্রতিটি সকালের ঘুম ভাঙ্গে দরিদ্র কিংবা সাধারণ মানুষের ডাকে।
সারাদিন দরিদ্র মানুষের বিপদে এগিয়ে যাওয়া, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান, অসুস্থ্য নেতা কর্মীদের খোঁজ নেয়া, ওয়াজ মাহফিল, খেলাধূলা থেকে শুরু করে ২৪ ঘন্টা রাজনীতির মাঠে থেকে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বের সময়টুকুও মানুষের কল্যানে ব্যয় করেন অকাতরে।

পারিবারিক ভাবে অর্থবিত্তশালী হয়েও কোন প্রকার বিলাসিতা, কিংবা অহংকারের বিন্দু পরিমান ক্লেশ নেই মানুষটির মাঝে,সাদা-মাটা পোশাক আর সাধারণ ভাবে রাজনীতির মাঠে কাটিয়ে দিয়েছেন দেড় যুগেরও বেশী সময়।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্বের অবস্থান থেকে প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচারের জন্য ব্যাপক সুনামও অর্জন করেছ্ন #শাহজালাল_মজুমদারের।
চৌদ্দগ্রামের আলকরা থেকে কাশিনগর ১টি পৌরসভা এবং ১৩ টি ইউনিয়নের প্রতিটিতেই সরব পদচারণা রয়েছে #শাহজালাল_মজুমদারের।

ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে সক্রিয় থেকে নিজের ব্যক্তিত্ব আর সম্মান ধরেরেখে এগিয়ে আসা নেতার সংখ্যা যেখানে ক্রমেই বিলুপ্তির পথে সেখানে #শাহজালাল_মজুমদার হাজারো নেতাকর্মীর মাঝে একজন অনুসরণী রাজনৈতিক নেতার নাম যা সর্বজন স্বীকৃত।
এমানুষটি সম্পর্কে লিখার মতো অনেক অর্জন রয়েছে তবে লেখার মতো সেই যোগ্যতা আমার নেই, তারপরও সামন্য তুলে ধরলাম তার জন্মদিন উপলক্ষ্যে ।
সকলের প্রিয় এ মানুষটির জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছোসহ আন্তরিক অভিনন্দন। মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে আরো উপরে যাবেনশেুভ কামনা রইল।

এসএন ইউসুফ এর টাইম লাইন থে‌কে সংগৃ‌হিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com