গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলার সকল থানা পুলিশের অভিযানে ২৭ জন ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৬৩ জনকে গ্রেফতার করা হয়।এছাড়াও ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয় ৭৪ টি।
বিজ্ঞ আদালতের নির্দেশে বিভিন্ন মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে থাকে। পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে আদালত কর্তৃক যথাযথ নির্দেশনা থাকে। একই সাথে অপরাধ নিবারণমূলক ব্যবস্থার অংশ হিসেবে রাষ্ট্রকে অপরাধমুক্ত করার উদ্দেশ্যে এবং অন্যান্য অপরাধীদের জন্য দৃষ্টান্ত প্রতিষ্ঠার জন্যে বিজ্ঞ আদালত মামলার প্রমাণিত অপরাধীদের বিভিন্ন সাজা প্রদান করে থাকেন। অনেক সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক থাকেন। পলাতক আসামিদের বিরুদ্ধেও বিজ্ঞ আদালত কর্তৃক সাজা পরোয়ানা জারি হয়।
আদালতের গ্রেফতারি পরোয়ানা ও সাজাপ্রাপ্ত আসামির পরোয়ানা তামিলের লক্ষ্যে কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএমের সার্বিক দিক নির্দেশনায় গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলা পুলিশের তৎপরতায় ৬৩ জনকে গ্রেফতার করা হয়।