রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে মানব পাচারের শিকার হওয়া ১৪ তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর ওই কিশোরীদের ফিরিয়ে দেয়া হয়েছে পরিবারের কাছে।
বুধবার (২০ জানুয়ারি ) দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর, ডি আই ও -১ মো. সাইদুজ্জামান উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এক তরুণী ফোন করে দৌলতদিয়া থেকে। সে সময় ঐ তরুণী নিজেকে উদ্ধারের জন্য আকুতি জানান। জাতীয় জরুরি সেবার পরিদর্শক (ইন্সপেক্টর) আনোয়ার সাত্তার গণমাধ্যমকে জানান, ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কল করা ব্যক্তির সঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ডিউটি অফিসারের সাথে কথা বলিয়ে দেন। সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর তরুণীদের উদ্ধার করে। জানা গেছে, যে তরুণী ফোন করেছিলেন তিনি ছাড়াও একটি তালাবদ্ধ ঘর থেকে আরও ১৩ তরুণীকে উদ্ধার করে পুলিশ।
এ জাতীয় আরো খবর..