1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লার বরুড়ায় গণধর্ষ‌ণের ঘটনায় গ্রেফতার ৩ ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন মান‌বিক সাহা‌য্যের আ‌বেদন : চি‌কিৎসার অভা‌বে বিছানায় প‌ড়ে আ‌ছে মামুন

কু‌মিল্লা চা‌ন্দিনায় সুষ্ঠ পরি‌বে‌শে ভোট, এক কে‌ন্দ্রে ই‌ভিএম মে‌শি‌নে যা‌ন্ত্রিক ত্রু‌টি

‌নেকবর হো‌সেন:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৫২৮ বার পঠিত

পৌরসভা নির্বাচ‌নের দ্বিতীয় ধা‌পে কুমিল্লার চান্দিনায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট সুষ্ট ভা‌বে চ‌লে আস‌লেও এক‌টি কে‌ন্দ্রে ই‌ভিএম যা‌ন্ত্রিক ত্রু‌টি দেয়ায় বিড়ম্বনায় পড়তে হয় ভোটররা। মেশিন ধীরগ‌তি হয়ে যাওয়ায় ভোট দিতে অতিরিক্ত সময় লাগছে তাদের।

কুমিল্লার চান্দিনা পৌর নির্বাচনে প্রথমবার ব্যবহার হচ্ছে ইভিএম। এই পদ্ধতিতে কিভাবে ভোট দিতে হয় গত বৃহস্পতিবার প্রতি কেন্দ্রে এ ব্যাপারে প্রশিক্ষণ দেয়া হয়।

কিন্তু ভোটের দিন চান্দিনা রারিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, ভোটারদের দীর্ঘ সারি। ইভিএম হ্যাং হয়ে যাওয়ায় খুব ধীর গতিতে চলছে ভোট। তবে এ বিষয়ে বেশি কিছু বলতে রাজি হননি দায়িত্বরতরা।

প্রিসাইডিং অফিসার জসিম উদ্দিন জানান, এ কেন্দ্রে ১০৮০জন পুরুষ ও ১০৭৮ জন নারী ভোটার রয়েছে। ৫টি কক্ষে সকাল ৮টা থেকে ১টা পর্যন্ত ৬১০টি ভোট গ্রহণ হয়েছে। প্রতিটি ভোট গ্রহণে ১৫-২০ মিনিট চলে যাচ্ছে।’

রারিরচর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার বয়স ৬০। দাঁড়ায় থাকতে পারতেছি না। সকাল নয়টায় লাইনে দাঁড়াইছি। এখন ১২টা বাজে ভোট দিতে পারতেছি না।’

চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব বলেন, ‘এখন পর্যন্ত কোন কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাইনি। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ এ অঞ্চলে প্রথম। ফলে কিছুটা বিড়ম্বনা হচ্ছে।’

এ ছাড়া অধিকাংশ কেন্দ্রেই ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। কোনো ধরনের ঝামেলা ছাড়াই ভোট দিচ্ছেন তারা। তবে, বিএনপির মেয়র প্রার্থী শাহ মোহাম্মদ আলমগীর খানের অভিযোগ, কেন্দ্রের বাইরে বহিরাগতরা অবস্থান নিয়েছেন। তারা বিএনপির ভোটারদের প্রবেশ করতে বাধা দিচ্ছেন।

স্বতন্ত্র প্রার্থী হাজী শামীম হোসেনের অভিযোগ আরও গুরুতর। তিনি জানান, কেন্দ্রের ভেতরে আওয়ামী লীগের এজেন্টরা ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করছে।

ভোট নিয়ে কোনো অভিযোগ নেই আওয়ামী লীগ প্রার্থী শওকত হোসেন ভুঁইয়ার। তিনি বলেন, ‘ভোট সুষ্ঠু হচ্ছে, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে।’

সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিরুল্লাহ বলেন, পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।ভোট কে‌ন্দ্রে ভোটার‌দের স্বর্তস্ফুত অংশগ্রহন হ‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com