রাজধানীর রমনা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- মোঃ কবির হোসেন (৩৫)। এ সময় তার হেফাজত হতে ৫০ কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।গত ১৩ জানুয়ারি, ২০২১ (বুধবার) ২০.১৫ রমনা থানার মগবাজার চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম।
অভিযানের নেতৃত্ব দেওয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সহকারি পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন উপায়ে রাজধানীতে নিয়ে আসত। এরপর এই গাঁজা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।এ সংক্রান্তে রমনা মডেল থানায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।