রাজধানীর উত্তরায় বিশেষ অভিযান পরিচালনা করে মাইক্রোবাসসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন – মোঃ আলী হোসেন ওরফে রনি (৩১) ও মোঃ আবুল কাশেম (৩৪)। এ সময় তাদের নিকট হতে ১০০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও এর পরিবহনের কাজে ব্যবহৃত একটি হাইচ মাইক্রোবাস উদ্ধারমূলে জব্দ করা হয়।গত ১১ জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬.০৫ টায় রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া উত্তরা জোনাল টিমের অতিরিক্তি উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু ডিএমপি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানার ৬ নং সেক্টরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আটককৃত মাইক্রোবাস তল্লাসী করে অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।এ সংক্রান্তে রাজধানীর উত্তরা পূর্ব থানায় একটি মামলা রুজু করা হয়েছে।