অসহায় মানুষদের স্বাস্থ্যসেবা, ওষুধ এবং শীতার্তদের শীতবস্ত্র দিয়েছে সেনাবাহিনী। কুমিল্লায় এক হাজারের বেশি অসহায় মানুষকে স্বাস্থ্যসেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনীর ৩৩ ও ৭ পদাতিক ডিবিশন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়ার অলিরবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ সেবা দেয়া হয়। সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সের ২২ সদস্যের একটি দল এক হাজার ২শ’ অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসাসেবা দেন।
এদিকে, পিরোজপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। বিকেলে সদর উপজেলার কুমিরমারা এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ২৬ হর্স রেজিমেন্টের উদ্যোগে ৩ শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। শীতে কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন কুমিরমারা আবাসন কেন্দ্রের নিম্ন আয়ের মানুষ।