বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভায় মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা বলেছেন, আমি ফেয়ার নির্বাচন চাই। এলাকায় শান্তি চাই। যদি কেউ যড়যন্ত্র করে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে, কোনো মায়ের বুক খালি করলে এর সকল দায়-দায়িত্ব ওবায়দুল কাদের সাহেবকে নিতে হবে। কারণ তিনি এ এলাকার এমপি। এছাড়া নির্বাচন কমিশনার শাহদাত, ডিসি-এসপি, জেলা নির্বাচন অফিসার অভিযুক্ত হবেন। এজন্য সকল দায় দায়িত্ব নিতে হবে। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমি নির্বাচনে হেরে গেলেও জনগণের সাথে থাকবো। আমাকে বহিষ্কার করলেও আমি বলবো বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। কেউ আমাকে বাঁধা দিতে পারবে না। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে বসুরহাট নতুন বাস স্টেশনে এক নির্বাচনী কর্মী সভায় আবদুল কাদের মির্জা এসব কথা বলেন।
আবদুল কাদের মির্জা বলেন, ‘আমার বিরুদ্ধে, ভোটের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি নির্বাচনকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে নিয়েছি। তাই তারা একরাম চৌধুরী, ফেনীতে নিজাম হাজারী, নোয়াখালীর ডিসি, এসপি, জেলা নির্বাচন অফিসার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।