কুমিল্লার দাউদকান্দিতে ইয়াবাসহ দ্বীন ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (১০ জানুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার গৌরীপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।আটককৃত দ্বীন ইসলাম উপজেলা গৌরীপুর ইউনিয়নের সরকাপুর গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে। পুলিশ তার কাছ থেকে ৭১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য মোঃ সাইফুল ইসলাম জানান, গত বছর ২১ ডিসেম্বর গৌরীপুর বাজার থেকে মাদকসহ দ্বীন ইসলামকে গ্রেফতার করা হলেও তার লোকজন পুলিশের উপর হামলা করলে সে পালিয়ে যায়। ওই হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারী পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।