স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায় জনগণের অধিকার প্রতিষ্ঠিত হোক। সে অধিকার নিশ্চিত করতে স্বচ্ছ একটা নির্বাচন দরকার। অনেক প্রতিকুলতা ও বাঁধার বিপত্তির মাঝেও আমরা তা করার চেষ্ঠা করছি। ইভিএমএ ভোট নেয়ার জন্য পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হচ্ছে যাতে একজনের ভোট আর একজন না দিতে পারে।
তিনি আজ শনিবার কুমিল্লা মহানগরীর কান্দিরপাড ক্লাব প্রাঙ্গনে যমুনা ব্যাংকের ১৪৯ তম শাখার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে স্থানীয় নির্বাচন যথা সময়ে করার কথা বলেছেন। যাতে জনপ্রতিনিধিরা বিজয়ী হয়ে জনগনে প্রতি তাদের দায়িত্ব পালন করতে পারে।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক আবুল ফজল মীর, ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিধি ও বিশেষ অতিথিরা ফিতা কেটে ব্যাংক শাখাটি উদ্বোধন করেন।