1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন

কু‌মিল্লা মহানগরী‌র গাংচ‌রে “প্রত‌্যয় হো‌টেল এন্ড রে‌স্টু‌রে‌ন্ট‌ের” তৃতীয় শাখার উ‌দ্ধোধন‌ে এম‌পি বাহার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ১৫৩৭ বার পঠিত
প্রত‌্যয় হো‌টেল এন্ড রেস্টু‌রে‌ন্টের তৃতীয় শাখা উ‌দ্ধোধন ক‌রেন আকম বাহা উ‌দ্দিন বাহার।

কুমিল্লা মহানগরীর গাংচর থানা পুকুর উত্তর পাড়‌ে প্রত্যয় হোটেল এন্ড রেস্টুরেন্টের তৃতীয় শাখা উ‌দ্ধোধন করা হয়। কুমিল্লা গনমানু‌ষের প্রিয় নেতা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার ফিতা কে‌টে প্রত‌্যয় হো‌টেল এন্ড রে‌স্টেু‌রেন্ট তৃতীয় শাখা‌টির শুভ উ‌দ্ধোধন ক‌রেন। এসময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ হাসির আহমেদ নাঈম, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ কে এম সামাদ সাগরসহ দলীয় নেতৃবৃন্দ। প্রত‌্যয় হো‌টেল এন্ড রে‌স্টেু‌রে‌ন্টের স্বত্তা‌ধিকারী ম‌নির হো‌সেন জানায়, প্রত‌্যয় হো‌টেল এন্ড রে‌স্টু‌রে‌ন্টে প‌রিস্কার প‌রিচ্ছন্ন প‌রি‌বে‌শে মানসম্মত  ও কম খর‌চে খাবার সংগ্রহ ও ভোজন কর‌তে পার‌বেন। কু‌মিল্লা মহানগরীর কা‌ন্দিপাড় এলাকায় প্রত‌্যয় হো‌টেল এন্ড রেস্টু‌রে‌ন্টের প্রথম শাখা ও কু‌মিল্লা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল এলাকায় দ্বিতীয় শাখা এবং ৬ জানুয়া‌রি গাংচর থানা রো‌ড়ে প্রত‌্যয় হো‌টেল এন্ড রেস্টেু‌রেন্ট এর তৃতীয় শাখা উ‌দ্ধোধ‌ন করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com