কুমিল্লা মহানগরীর গাংচর থানা পুকুর উত্তর পাড়ে প্রত্যয় হোটেল এন্ড রেস্টুরেন্টের তৃতীয় শাখা উদ্ধোধন করা হয়। কুমিল্লা গনমানুষের প্রিয় নেতা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার ফিতা কেটে প্রত্যয় হোটেল এন্ড রেস্টেুরেন্ট তৃতীয় শাখাটির শুভ উদ্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ হাসির আহমেদ নাঈম, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ কে এম সামাদ সাগরসহ দলীয় নেতৃবৃন্দ। প্রত্যয় হোটেল এন্ড রেস্টেুরেন্টের স্বত্তাধিকারী মনির হোসেন জানায়, প্রত্যয় হোটেল এন্ড রেস্টুরেন্টে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মত ও কম খরচে খাবার সংগ্রহ ও ভোজন করতে পারবেন। কুমিল্লা মহানগরীর কান্দিপাড় এলাকায় প্রত্যয় হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রথম শাখা ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় দ্বিতীয় শাখা এবং ৬ জানুয়ারি গাংচর থানা রোড়ে প্রত্যয় হোটেল এন্ড রেস্টেুরেন্ট এর তৃতীয় শাখা উদ্ধোধন করা হয়।