রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলো-মোঃ সাইফুল ইসলাম (২৭)। ০১ জানুয়ারি ২০২১ রাত ১৯.৪০ টায় গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পৃথক অভিযানে রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম।গ্রেফতারকৃতদের নাম-মোঃ জিয়া হোসেন (৪২) ও মোঃ দেলোয়ার হোসেন ভুট্টু (৩৮)। গ্রেফতারের সময় তাদের হেফজত থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার (০১ জানুয়ারি, ২০২১) বিকাল ৩:৪৫ টায় মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।