কুমিল্লা মহানগরীর কাটাবিল এলাকার খালি মাঠের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করে কোতয়ালী মডেল থানা পুলিশ।
স্থানীয় একটি সুত্র জানায়, যায়, বৃহ:পতিবার দুপুরে কুমিল্লা শহরের কাটাবিল হাউজিং মাঠে স্থানীয় লোকজন বৃদ্ধের লাশ দেখে ৯৯৯ এ কল দিয়ে জানায়। খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, লাশ উদ্ধার করে হাসপাতালের পাঠানো হয়েছে ,ময়না তদন্ত রিপোর্ট আসলে হত্যা না সাধারন মৃত্যু জানা যাবে।