রাজধানীল বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে ২০১০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ।গ্রেফতারকৃত ব্যক্তির নাম, মোঃ মাসুদ রানা তালুকদার ওরফে সুজন ওরফে লাক্কু (৪০)।
২৭ ডিসেম্বর, ২০২০ তারিখ ১৯.২৫ টায় বংশাল এলাকার মেসার্স জোহা এম্পোরিয়াম লোহা ইস্পাত এর দোকানের সামনে থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে লালবাগ জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামসুল আরেফীন জানান, একজন ইয়াবা ব্যবসায়ী ইয়াবাসহ বংশাল এলাকার সৈয়দ নজরুল ইসলাম স্বরণী নর্থসাউথ রোডে অবস্থান করছে মর্মে নির্ভরযোগ্য তথ্য পায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে ২০১০০ পিস ইয়াবাসহ মাসুদকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাসুদ দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরসহ বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ ও বিক্রয় করে আসছে।গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে বলে জানান গোয়েন্দা এই কর্মকর্তা।