রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা পুলিশ।
কদমতলী থানা সূত্রে জানা যায়, রবিবার (২৭ ডিসেম্বর, ২০২০) দুপুর ২:৩০ টায় কদমতলীর শনির আখড়া আয়েশা মোশারফ মার্কেটের সামনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- মোঃ মফিজ (৩৫) ও মোনজা বেগম (৩৫)।
থানা সূত্রে আরো জানা যায়, রবিবার বিকাল ৪:৪০ টায় কদমতলীর সাদ্দাম মার্কেটের সামনে অপর এক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মোসাঃ ইয়াসমিনকে (২৬) গ্রেফতার করে কদমতলী থানা পুলিশ।
দিনের অপর এক অভিযানে সন্ধ্যা ৬:১০ টায় কদমতলীর রায়েরবাগ এলাকা থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ মোঃ বাহারকে (২৫) গ্রেফতার করা হয় বলে থানা পুলিশ সূত্রে আরো জানা যায়।উল্লেখিত ঘটনায় কদমতলী থানায় পৃথক মামলা রুজু হয়েছে।