কুমিল্লা র্যাব ১১ সিপিসি ২ এর একটি টিম অভিযান চালিয়ে দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৬৮২ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ২য় গোমতি সেতুর টোল প্লাজা থেকে তাদের আটক করা গ্রেফতারকৃত আসামি, কুমিল্লা কোতয়ালি থানাধীন সুবর্ণপুর গ্রামের মোঃ শাহজাহান ভূইয়ার ছেলে মোঃ ইসমাইল হোসেন ভূইয়া সবুজ (২৫) ও কুমিল্লা বুড়িচং থানাধীন ভবানীপুর (উত্তরপাড়া) গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ লোকমান হোসেন (৩২)। কুমিল্লা র্যাব ১১ সিপিসি টু এর অধিনায়ক মেজর নাজমুস সাকিব গ্বিরেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে র্যাব।
Leave a Reply