হাতিরঝিল থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ সেলিম মিয়া (৩৫), মোঃ আলামিন হোসেন ওরফে সজীব (২৩), মোঃ রফিকুল ইসলাম রনি ওরফে ডিস্কো রনি (২৫), মোঃ রবিন হোসেন (২৩), মোঃ সান্টু মিয়া (২১) ও মাসুদ রানা ওরফে ফজলুল হক (৪০)।২২ ডিসেম্বর ২০২০ (মঙ্গলবার) ১৮.৫৫ টায় হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৬টি ছোরা উদ্ধার করা হয়।
তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহাদত হোসেন সুমা বিপিএম ডিএমপি নিউজকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে মহানগর প্রজেক্ট এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এই গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, অভিযুক্তরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা হাতিরঝিল, গুলশান ও বাড্ডাসহ আশপাশ এলাকায় যাত্রীবেশে রাতে ঘোরাফেরা করে সুকৌশলে পথচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুটে নিত। সুযোগ বুঝে তারা আশপাশের বাসা বাড়িতে ডাকাতি করত।এ সংক্রান্তে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে।