রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ৬৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ আঃ আজিজ(২২), মোঃ মারুফ(২৮) ও মোছাঃ বাতাসি বেগম(২৮)।
গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ ডিএমপি নিউজকে জানান, শনিবার (১৯ ডিসেম্বর) খিলগাঁও থানার রামপুরা বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে কোতয়ালী জোনাল টিম।তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদীন যাবত সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা নিয়ে এসে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত গ্রেপ্তারকৃত আঃ আজিজ ও মারুফদ্বয়কে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে পুলিশের এই কর্মকর্তা জানান।