রাজধানীর লালবাগ থানা এলাকা থেকে ৮০ বোতল ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ।গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ ফিরোজ মিয়া (৫০), মো: সজিদুল ইসলাম (২৬), মো: রবিউল ইসলাম (২৮) ও মো: এজিদুল ইসলাম (৩০)।
অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু আশরাফ সিদ্দিকী ডিএমপি নিউজকে জানান, শনিবার (১২ ডিসেম্বর ২০২০) রাত ১০ টায় লালবাগ থানার পিলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ওয়ারী জোনাল টিম।এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা রুজু হয়েছে।