টি-টুয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে ৫ হাজার রান ও বল হাতে তিনশ উইকেট শিকারের কীর্তি গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেই নতুন এ রেকর্ড ছুঁয়েছেন তিনি।
২৪ নভেম্বর থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের পঞ্চম ম্যাচে শনিবার (২৮ নভেম্বর) গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ৩ রান করেন জেমকন খুলনার প্রতিনিধিত্ব করা সাকিব। এর ফলে টি-টুয়েন্টি ক্রিকেটে ৫ হাজার রান ক্লাবের সদস্য হন সাকিব।
আর বল হাতে এই ফরম্যাটে সাকিবের সংগ্রহ ৩৫৫ উইকেট। ফলে বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই নজির গড়লেন সাকিব।
সাকিবের আগে এমন কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল। ব্রাভো ব্যাট হাতে ৬৩৩১ রান ও বল হাতে ৫১২ উইকেট এবং রাসেল ৫৭২৮ রান ও ৩০০ উইকেট শিকার করেছেন।