বাংলাদেশ পুলিশের চট্রগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন, বিপিএম (বার) বলেছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য তার কাজ ও ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করে নিতে হবে। পুলিশ নিজে দৃশ্যমান তার সকল কাজও জনসাধারণের কাছে দৃশ্যমান, তাই পুলিশের ভাল কাজ যেমন প্রতিক্রিয়া তৈরী করে তেমনি পুলিশের খারাপ কাজগুলোও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় ডিআইজি আনোয়ার হোসেন তার প্রথম সফরে পুলিশের বিশেষ কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন।
এসময় ডিআইজি আরো বলেন, বাংলাদেশ পুলিশ একটি সু-শৃঙ্খল বাহিনী। আমরা যে যেই লেভেলেই পুলিশ বাহিনীতে ঢুকি না কেন সবাই মৌলিক প্রশিক্ষণ নিয়ে পুলিশ বাহিনীতে যোগদান করি। বাংলাদেশ পুলিশ একটি শৃঙ্খলা বাহিনী, তাই আমাদের সকলকে শৃঙ্খলা মানতে হবে। শৃঙ্খলা বাহিনী সদস্য হিসেবে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্রের পক্ষ হতে পুলিশের দায়িত্ব। অভ্যন্তরিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্রের যে সংগঠনটির দায়িত্ব সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ।