নিবন্ধন ছাড়া কোনো যানবাহন রাস্তায় নামার বিষয়ে কড়াকড়ি নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। অনিবন্ধিত রেজি:শন ছাড়া গাড়ি চালালেই তা ডাম্পিংয়ে দেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ডিএমপির সদর দফতরে পরিবহন মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিএমপির ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের এ নির্দেশ দেন তিনি।সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
সভায় চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানে বিআরটিএ’র সীমাবদ্ধতা ও জটিলতা উল্লেখ করে বিষয়টি সুনজরে দেখার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন জানান মালিক সমিতির নেতারা।
এ সময় পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে মালিকদের সহযোগিতা কামনা করেন।
এ জাতীয় আরো খবর..