নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁর করোনা সংক্রমণের মৃদু উপসর্গ থাকলেও এখন পর্যন্ত শারীরিক অবস্থা ভালো। চিকিৎসার জন্য আজ রোববার রাজধানী ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম রোববার বিকেলে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক দিন ধরে শরীরে জ্বর অনুভব করার তথ্য জানতে পেরে শনিবার করোনা পরীক্ষার জন্য পুলিশ সুপারের নমুনা সংগ্রহ করা হয়। ওই দিনই রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) নমুনা পরীক্ষা শেষে রাতে পাওয়া ফলাফলে তাঁর করোনা পজিটিভ আসে।
গত ৭ এপ্রিল জেলার পলাশ উপজেলায় প্রথম করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে সংক্রমিতের মোট সংখ্যা ২ হাজার ৫৩৯। অন্যদিকে করোনামুক্ত হয়েছেন মোট ২ হাজার ৪২৭ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ৬০ শতাংশ। এর আগে জেলা পুলিশের দুজন অতিরিক্ত পুলিশ সুপারসহ প্রায় ৭০ জন পুলিশ সদস্য কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। তাঁদের সবাইকে চিকিৎসকের পরামর্শমতো কোভিড ডেডিকেটেড নরসিংদী জেলা হাসপাতালে ও পুলিশ লাইনসে রেখে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার মুঠোফোনে জানান, কয়েক দিন ধরে জ্বর অনুভূত হওয়ায় করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করালে তাঁর করোনা পজেটিভ আসে। দ্রুত করোনামুক্ত হতে রোববার সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন। কীভাবে আক্রান্ত হলেন জানতে চাইলে তিনি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন স্থানে যাওয়া এবং বহু মানুষের সঙ্গে কথা বলার মধ্যেই হয়তো কোনোভাবে আক্রান্ত হয়ে থাকতে পারি। তবে সেভাবে কোনো শারীরিক জটিলতা নেই।’