নিষেধাজ্ঞার সময় শেষ করে নতুন উদ্দীপনায় একের পর এক চমক দেখাচ্ছেন সাকিব আল হাসান। সম্প্রতি আইসিসির সর্বশেষ ঘোষিত ওয়ানডে র্যাংঙ্কিংয়ের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
আইসিসির প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডার র্যাংঙ্কিংয়ে শীর্ষস্থানের পর এবার স্বল্প দৈর্ঘ্যের ফরমেট টি-টোয়েন্টিতে দ্বিতীয় অবস্থানে সাকিব। আইসিসি প্রকাশিত টি টোয়েন্টি র্যাংঙ্কিংয়ে ২৬৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান তার। এই তালিকায় শীর্ষে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট ২৯৪। ওয়ানডে র্যাংঙ্কিং অলরাউন্ডারদের তালিকায় ৩৭৩ রেটিং নিয়ে শীর্ষে সাকিব।