আজ আপনি পুলিশ বলে হত্যাকারীদের শাস্তির দাবিতে কারো জোড়ালো ভূমিকা নাই! কেউ রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করে না! মিছিল মিটিং কিংবা টকশো কোনটাই হবেনা! কারন আপনি পুলিশ!
আজকে আপনার সাথে যা হয়েছে, যদি তা বিপরীত হতো তাহলে এতক্ষনে বাংলাদেশ অচল করে দিতো চরিত্রহীন মানুষগুলো! বিভিন্ন কর্মসূচি পালন করে বিচার দাবি করতো! কিন্তু এখন বিচার দাবী করছে না , কারন আপনি পুলিশ ! আপনি পুলিশ বলে!
মনুষ্যজাতির এই দু:চরিত্রকে ধিক্কার জানাই, যে জাতির সেবা নিশ্চিত করার জন্য সারারাত রাস্থায় বসে থাকি, সেই মানুষগুলো যখন গালি দেয়! হত্যা করে তাদের ধিক্কার জানাই
ক্ষমা করে দিবেন আনিসুল স্যার!
এএস আই হান্নান আল মামুন
মতামত:
হান্নান আল মামুন, এএসআই, ইপিজেড পুলিশ ফাঁড়ি
সদর দক্ষিন মডেল থানা, কুমিল্লা জেলা