কুমিল্লা মহানগরীর হযরতপাড়া এলাকায় কবির মিয়ার বাড়ীর ভাড়াটিয়া ও সোলাইমান মিয়ার ছেলে হৃদয় দুপুর আনুমাননিক সাড়ে বারটার সময় ঘরের ভিতরে ফ্যানের সাথে কাপড় পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করে । পারিবারিক কলহের জের ধরে হৃদয় আত্মহত্যা করে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়। স্থানীয় এলাকার দুএকজন জানান, হৃদয়কে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখতে পারে।