বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে করোনাভাইরাস। প্রাণঘাতি এ ভাইরাস ইতিমধ্যে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যাটা বেড়েই চলছে। সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার কোটি ২৯ লাখ ছাড়িয়েছে। রোববার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে আরো বলা হয়েছে, করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ কোটি ২৯ লাখ ২৫ হাজার ৫১৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১১ লাখ ৫৪ হাজার ৭৭০ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১৬ লাখ ৬৭ হাজার ১২৫ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ কোটি ১ লাখ ৩ হাজার ৬২২ জন করোনারোগী, যাদের মধ্যে ৭৭ হাজার ১৭১ জনের অবস্থা আশঙ্কাজনক।
মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ৮৮ লাখ ২৭ হাজার ৯৩২ জন মানুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ লাখ ৬৩ হাজার ৮৯২ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৫৩ লাখ ৮১ হাজার ২২৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ১৪ লাখ ৯৭ হাজার ১৬৭ জন ও স্পেনে পঞ্চম সর্বোচ্চ ১১ লাখ ১০ হাজার ৩৭২ জনের কোভিড-১৯ ধরা পড়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।