রাজধানীর পল্টন থানা এলাকা থেকে মলম ও অজ্ঞান পার্টির ০৫ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি ডিবি’র সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ আবুল কাসেম, মোঃ শুকুর আলী, মোঃ মাসুম মোল্লা, মোঃ শওকত আলী ও মোঃ নীরব।ডিবি সূত্রে জানা যায়, ২৪ অক্টোবর, ২০২০ সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে পল্টন থানাধীন বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৪ নং গেটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এ সময় তাদের হেফাজত হতে ১৪ পিচ নেশা জাতীয় নকটিন ৫ এমজি ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা নকটিন ট্যাবলেট পানীয়, জুস, শরবত ও অন্যান্য পানীয়ের সাথে মিশিয়ে রাস্তায় চলাচলরত লোকজনকে কৌশলে পান করায়। ঐ পানীয়, জুস বা শরবত পান করার পর লোকজন অচেতন হয়ে পড়লে তাদের সর্বস্ব কেড়ে নেয়। সুত্র: ডিএমপি নিউজ।