কুমিল্লা নাঙলকোর্ট উপজেলার কাদবা গ্রামের সিএনজি চালক মামুন দুর্ঘটনায় পিটের হাড় ভেঙ্গে গত দুই বছর যাবৎ চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে যুদ্ধ করে বেচে আছে । গরীব পরিবারের সন্তান মামুন দুই বছর আগেও সিএনজি চালিয়ে জীপন যাপন করে আসছিল। দুই বছর পুর্বে নিজ বাড়ির আঙিনায় পা পিছলে পড়ে মেরুদন্ডের হাড় ভেঙ্গে যায়। গরীব পরিবারের সন্তান হিসেবে কিছুদিন চিকিৎসা নিলেও পরে টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে বিছানায় পড়ে থাকে মামুন। চিকিৎসা না করায় তার শরীরের নানা রোগ দেখা দেয়। ডায়বেটিস এর কারনে তার পায়ে আঙ্গুলে পচঁন সৃষ্টি হয় এবং কোমর থেকে নিচের অংশে প্যারালাইজব। তার সঠিক চিকিৎসার জন্য সবাই যার যতটুকু সামর্থ রয়েছে একটু সহযোগিতা করলে মামুন সুস্থ হয়ে ওঠবে। মামুনের ব্যবহৃত মোবাইল নাম্বার বিকাশ ও নগদ নাম্বারে আপনার সামর্থ অনুযায়ি সহযোগিতা করার আহবান জানাচ্ছি।
নগদ নাম্বার পারসোনাল: 01835 334192, বিকাশ পারসোনাল নাম্বার: 01877356202।
আপনাদের নগদ বিকাশ নাম্বার থেকে দশ টাকা করেও সকলে সহযোগিতা করলে মামুনের চিকিৎসা খরচ চালানোও সম্ভব হবে।