কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত আইজিপি কাপ “পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৪” ও চট্টগ্রাম রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন অনু করা হয়।
পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চট্টগ্রাম রেঞ্জ এর ৮টি জেলা পুলিশ দল অংশগ্রহণ করেন। অংশগ্রহণকৃত ৮টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়। ক-গ্রুপে কুমিল্লা জেলা পুলিশ, চাঁদপুর জেলা পুলিশ, খাগড়াছড়ি জেলা পুলিশ ও লক্ষীপুর জেলা পুলিশ দল। খ- গ্রুপে বান্দরবান জেলা পুলিশ, কক্সবাজার জেলা পুলিশ, রাঙ্গামাটি জেলা পুলিশ,আর আর এফ চট্রগ্রাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপা আব্দুল মান্নান বিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনেথোয়াই মারমা, অতিরিক্তি পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির।