বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে সারা দেশের ন্যায় গতকাল সকাল সাড়ে দশটার সময় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এইচএসসি প্রথম বর্ষের ক্লাস উদ্বোধন করা হয়েছে।
আদমদীঘি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে ও বাংলা সাহিত্যের প্রভাষক অনিত চন্দ্র পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য ফেরদৌস হাসান ভোলা ও মোজাহার আলী।
ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিয়ে ইংরেজি সাহিত্যের জ্যেষ্ঠ প্রভাষক আব্দুল লতিফের ক্লাস শুরুর মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ শাখার সহকারী অধ্যাপক নজরুল ইসলাম রুন্জু, আবুল কালাম আজাদ, আতাউর রহমান মিঠু, প্রভাষক রেবেকা সুলতানা ববি, রেজাউল করিম, আমিনুল ইসলাম, সুলতান মাহমুদ, প্রাণ কুমার শাহা, শহিদুল ইসলাম, রবিউল ইসলাম কৌশিক, আবু বকর সিদ্দিক, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক জিয়াউর রহমানসহ স্কুল ও কলেজ শাখার সকল শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠান, শিক্ষার্থীসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।