হাসপাতালে ভর্তি স্বামীর জন্য রক্ত জোগাড় করে দেবার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ও হত্যার হুমকি দেয়ার ঘটনায় ২ আসামিকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, আসামিরা দীর্ঘদিন ধরেই নিরীহ নারীদের ফাঁদে ফেলে ধর্ষণ করে আসছিল। জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা রাষ্ট্রপক্ষের।
মুমূর্ষু স্বামীর জন্য রক্ত সংগ্রহ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীকে ধর্ষকের কাছে নিয়ে যান এক নারী। ভয়ঙ্কর অপরাধ চাপা দিতে নির্যাতিতাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। দু’টি অভিযোগে সজীব ও তার সহযোগী শিল্পীকে রোববার তোলা হয় আদালতে।
পুলিশ ৭ দিনের রিমান্ডে চাইলেও মহানগর হাকিম দেবদাস চন্দ্র আধিকারী ২ আসামিকে ২ দিন করে রিমান্ডে দেন।
আদেশে সন্তোষ জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, জিজ্ঞাসাবাদে আসামিদের অপরাধের আরো তথ্য বেরিয়ে আসবে।
তিনি বলেন, ‘ভুক্তভোগী গ্রামের সহজ সরল মানুষ। তাকে ফুসলিয়ে একটা বাড়ি নিয়ে ধর্ষণ করে।’
গত ১৬ সেপ্টেম্বর দুপুরে শিল্পীর সহায়তায় মিরপুরের মধ্য মনিপুরের একটি বাসায় নিয়ে অভিযোগকারীকে ধর্ষণ করে সজীব। ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকি দেয়া হয় ভুক্তভোগীকে। ১০ দিনের মাথায় আসামিরা নির্যাতিতার স্বামীর মোবাইলে কল করে আবারও রক্ত নেয়ার জন্য যেতে বললে, আবার ধর্ষণের ভয়ে স্বামীকে বিষয়টি খুলে বলেন তিনি।
২৫ সেপ্টেম্বর রাতে র্যাব-২ অভিযান চালিয়ে মনোয়ার হোসেন সজীব ও তার সহযোগী মাশনু আরা বেগম শিল্পীকে গ্রেফতার করে । এর পর মিরপুর মডেল থানায় মামলা দায়ের হয়।
এ জাতীয় আরো খবর..