রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। উক্ত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করছে সূত্রাপুর থানা পুলিশ।
সূত্রাপুর থানা সূত্রে জানানো হয়, গত ২১ জুলাই ২০২৩ তারিখ সূত্রাপুর থানার জনসন রোডের স্টার কাবাব হোটেলের সামনে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। মৃত ব্যক্তির কোন আত্মীয় স্বজনকে খুঁজে পাওয়া যায় নাই। এলাকায় স্থানীয়ভাবে অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় তথ্য ঠিকানা সংগ্রহের চেষ্টা করা হয়। মৃতদেহ ময়না তদন্ত শেষে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল ঢাকার বিভাগীয় প্রধান ফরেনসিক মেডিসিন বিভাগ মর্গের ফ্রিজারের রক্ষিত আছে।
এ সংক্রান্তে ডিএমপির সূত্রাপুর থানায় গত ২২ জুলাই একটি অপমৃত্যু মামলা রুজু হয়, যার নম্বর-০৭/২৩।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি ও পরনে থাকা কাপড় দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে লালবাগ থানার তদন্তকারী অফিসার এসআই মোঃ মামুন মাহমুদ (০১৭২৬-৮৬৯৩৩৫) অথবা ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৯৫৬) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৯৪৯) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।