বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস (পুলিশ) এর তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ হলেন- জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক (উপপুলিশ মহাপরিদর্শক) সেলিম মোঃ জাহাংগীর, বিপিএম, ময়মনসিংহ রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য, বিপিএম-সেবা ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।